বুটস্ট্রাপের well ক্লাস একটি এলিমেন্টে ধূসর কালারের ব্যাকগ্রাউন্ড কিছু প্যাডিং এবং একটি বর্ডার যুক্ত করে।
Find Question & Answer Latest Questions
একক পেজ অ্যাপ্লিকেশন এমন একটি অ্যাপ্লিকেশন, যেখানে html, css, js একত্রে সহজেই কাজ করতে পারে এবং ডেটা উদ্ধার করে। পেজের মধ্যে নেভিগেশন পেজ লোডিং ছাড়াই সম্পাদিত হয়।
ওয়েব ডিজাইন হলো কোনো ওয়েবসাইটের বাহ্যিক অবকাঠামো তৈরি করা।
ng model directives html কন্ট্রোলারের (input select text area) তথ্য সংযুক্ত করে।
ওয়েব ডেভেলপমেন্ট হলো ওয়েবসাইটের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করা। যেমন- লগিন সিস্টেম, নিউে সাইন আপ, পেজিনেশন, ফাইল আপলোড করে ডাটাবেসে সেভ করা, ইমেজ ম্যানিপুলেশন। যদি সাইটে বিজ্ঞাপন থাকে। তাহলে প্রতিবার পেজ লোড হওয়ার সময় বিজ্ঞাপনের পরিবর্তন এগুলো হলো ওয়েব অ্যাপ্লিকেশন।
ওয়েব ডিজাইনের মাধ্যমে static website তৈরি করা হয় এবং ডেভেলপমেন্টের সাহায্যে ডায়নামিক ওয়েবসাই তৈরি করা হয়।
AngularJS MeteorJS EmberJS Vue.JS Polymar.JS Mithril.JS