জাভা প্রোগ্রামে শর্তযুক্ত অথবা শর্তবিহীনভাবে কোনো স্টেটমেন্ট বা লুপের পুনরাবৃত্তি করার জন্য Continue স্টেটমেন্ট ব্যবহৃত হয়। Continue স্টেটমেন্টের ফরম্যাট হলো continue;
Find Question & Answer Latest Questions
নিম্নে লিঙ্কড লিস্ট ও অ্যারের মধ্যে পার্থক্য দেয়া হলো : (i) ডাটাসমূহকে পাশাপাশি শ্রেণিবদ্ধভাবে সাজানোর (1) প্রক্রিয়াকে অ্যারে বলা হয়। ডাইনামিক মেমরি অ্যালোকেশন পদ্ধতিতে প্রোগ্রামে ব্যবহৃত ডাটার মাঝে একটি সংযোগ স্থাপন করা হয়। ডাটার এরূপ সংযুক্তিকে লিঙ্কড লিস্ট বলা হয়। (২) অ্যারেতে ডাটা উপাদান ...
Photoshop-এর অ্যাঙ্কর পয়েন্ট তিনটি।
কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার মেরামত করার জন্যে যে সকল প্রোগ্রাম ব্যবহৃত হয়, সেগুলোকে ইউটিলিটি প্রোগ্রাম বলে, যেমন- পিসি টুল, পিসি ইউটিলিটি, ম্যাকঅ্যাপে, নর্টন টুল কিট, পার্টিশন ম্যাজিক ইত্যাদি।
ক্ষেপে বলতে পারি, “বিভিন্ন ধরনের ইলেকট্রনিক মিডিয়ার মাধমে যে কমিউনিকেশন (যোগাযোগ) সৃষ্টি হয় বা গড়ে উঠে, তাকে ইলেকট্রনিক কমিউনিকেশন (Electronic communication) বলে।
বাংলাদেশের দারিদ্রদ্র্য বিমোচনে গ্রামীণ ব্যাংকের ভূমিকা নিম্নে সংক্ষেপে আলোচনা করা হলো- গ্রামীণ ব্যাংক গ্রামের ভূমিহীন ও বিত্তহীনদের একটি সাংগঠনিক কাঠামোয় এনে সহজ শর্তে ঋণ দিয়ে থাকে। এয়ে গ্রামের দরিদ্র ও ভূমিহীন লোকেরা স্বকর্ম সংস্থানের সুযোগ পায়। এ ব্যাংক ঋণ প্রদানের সাথে সাথে ভূমিহীন ...
বুটস্ট্রাপের well ক্লাস একটি এলিমেন্টে ধূসর কালারের ব্যাকগ্রাউন্ড কিছু প্যাডিং এবং একটি বর্ডার যুক্ত করে।