সিগন্যাল অ্যামপ্লিচিউড এবং ক্যারিয়ার অ্যামপ্লিচিউড এর অনুপাতকে মডুলেশন ইনডেক্স বলে।
Find Question & Answer Latest Questions
মডুলেটিং সিগন্যালের সমীকরণ হচ্ছে E = Em sino
মপ্লিচিউড মডুলেশনের ক্ষেত্রে নিম্নের বিষয়সমূহ লক্ষণীয়ঃ (ক) সিগন্যাল ওয়েভের তাৎক্ষণিক মান অনুসারে ক্যারিয়ার ওয়েতের অ্যামপ্লিচিউড পরিবর্তিত হয়। (খ) সিগন্যাল ফ্রিকুয়েন্সি। দ্বারা ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিচিউড পরিবর্তনশীল। (গ) মডুলেটেড ও AM ওয়েভের ফ্রিকুয়েন্সি ক্যারিয়ার ওয়েভ ফ্রিকুয়েন্সি-এর সমান।
মডুলেশন ইনডেক্স (µ)-কে এক এর কম বা এক রাখা হয়।
উত্তর লাইন কোডিং পাঁচ প্রকার, যথা- ইউনিপোলার, Bipolar, লোম, বহুস্তর, মাল্টিট্রানজিশন।
অ্যানালগ-টু-ডিজিটাল মডুলেশনের মূল টেকনিকগুলো হলো- (ক) পালস কোড মডুলেশন (Pulse code modulation) (খ) পালস অ্যামপ্লিচিউড মডুলেশন (Pulse amplitude modulation) (গ) ডেল্টা মডুলেশন (Delta modulation)।
অ্যানালগ-টু-অ্যানালগ মডুলেশনের মূল টেকনিকগুলো হলো- (ক) অ্যামপ্লিচিউড মডুলেশন (Amplitude modulation) (খ) ফ্রিকুয়েন্সি মডুলেশন (Frequency modulation) (গ) ফেজ মডুলেশন (Phase modulation)
শুভর টেলিফোন নেটওয়ার্কের ভয়েস ফ্রিকুয়েন্সি 300-3400Hz.
ফ্রিকুয়েন্সি মনুলেশনের যে সমস্ত Application রয়েছে, তা হলো- Application in broadcasting (ব্রডকাস্টিং-৩) Application in Jardware (হার্ডওয়্যার-এ) Applicanon in sound (শব্দে) Application in radio (রেডিওতে)।
PLL-এর পূর্ণনাম হলো Phase Locked Loop। এটি একটি আধুনিক FM ডিমডুলেটর (Demodulator), বা নেগেটিভ Feedback system-এ Feedhack সিগন্যাল X (1)-এর Phase Lock করে ইনপুট সিগন্যাল XiM (1) প্রদান করে।