অংশীদারি কারবারের চুক্তিপত্র লিখিত হলে নিম্নলিখিত সুবিধাদি পাওয়া যায়–
- ভবিষ্যতে অংশীদারদের মধ্যে কারবার সংক্রান্ত ব্যাপারে কোনো বিরোধ দেখা দিলে তা লিখিত চুক্তির শর্তানুসার মীমাংসা করা সহজ হয়।
- লিখিত চুক্তিপত্র অংশীদারিত্বের ভিত্তিকে সুদৃঢ় করে।
- এটি অংশীদারদের মধ্যকার পারস্পরিক ভুল বুঝাবুঝি ও মনোমালিন্য দূরীকরণে রক্ষাকবচ হিসেবে কাজ করে।
- লিখিত চুক্তিপত্র একটি স্থায়ী রেকর্ড।
- কোন তৃতীয় পক্ষের নিকট অংশীদারি চুক্তিপত্রটি দাখিল করে কারবারের জন্য ঋণ বা অন্য যে-কোনো প্রকার সুযোগ, সুবিধা লাভ করা যায়।
- লিখিত চুক্তিপত্র প্রামাণ্য দলিল হিসেবে কাজ করে এবং প্রয়োজনবোধে এর মাধ্যমে আইনের আশ্রয় গ্রহণ করা যায়।