অফিসিয়াল ও ব্যক্তিগত পত্রের সংমিশ্রণে যে অফিসিয়াল পত্র রচনা করা হয়, তাকে আগা-প্রাতিষ্ঠানিক বা ডেমি-অফিসিয়াল পত্র বলে। এ পত্র কিছুটা প্রাতিষ্ঠানিক ও কিছুটা ব্যক্তিগত উদ্দেশ্যে নিয়ে রচিত হয়। তবে ব্যক্তিগত বিষয় এতে স্থান পেলেও মূল প্রতিপাদ্য বিষয় অফিসসংক্রান্তই হয়ে থাকে। সাধারণত সমপর্যায়ের কর্মচারী না যে-সকল কর্মচারীর মধ্যে পারস্পরিক পরিচয় ও জানাশোনা আছে, তাদের মধ্যে আধা-প্রাতিষ্ঠানিক পত্র আদান-প্রদান হয়ে থাকে।
Md IbrahimEnlightened
আধা-প্রাতিষ্ঠানিক পত্র কাকে বলে? অথবা, আধা-প্রতিষ্ঠানিক পত্রের সংজ্ঞা দাও।
Share