বিদেশ হতে পণ্য ক্রয় করে তা স্বদেশে আনয়ন করার কার্যপ্রক্রিয়াকে আমদানি ব্যবসায় বা বাণিজ্য বলে। আমদানি ব্যবসায়ের মাধ্যমে বিদেশ হতে পণ্যদ্রব্য ক্রয় করা হয়। তাই বলা চলে, যখন ভিন্ন কোনো দেশ থেকে তার প্রয়োজনীয় পণ্যদ্রব্য নিজ দেশের জন্য ক্রয় করে থাকে, তখন তাকে আমদানি ব্যবসায় বলে।
Share