মেথড ব্যবহার করার ফলে অনেক সুবিধা পাওয়া যায়, যেমন-
- (মেথড (Method) ছাড়া ক্লাসের ডাটা সরাসরি কেউ অ্যাক্সেস (Access) করতে পারে না। তাতে ডাটা Corruption এর সম্ভাবনা খুবই কমে যায়।
- প্রোগ্রামের সাইজ ছোট হয়।
- মেথড ব্যবহার করার ফলে প্রোগ্রামের কোনো অংশ মূল প্রোগ্রামে বার বার লিখার প্রয়োজন হয় না।
- প্রোগ্রাম লিখতে সময় অপেক্ষাকৃত কম লাগে।
- প্রোগ্রাম পড়ে বুঝা ও সংশোধন করা সহজ হয়।