যে-কোনো জাভা প্রোগ্রামে এক বা একাধিক থ্রেড থাকে। যদি কোনো প্রোগ্রামে একটি মাত্র গ্রেড থাকে হয়ে তাকে সিঙ্গেল থ্রেডেড প্রোগ্রাম (Single threaded program) বলে। main () মেথড বিশিষ্ট প্রোগ্রামসমূহ সিঙ্গেল থ্রেডের প্রোগ্রামের অন্তর্ভুক্ত। এরূপ প্রোগ্রামের স্টেটমেন্টসমূহ পর্যায়ক্রমে একটির পর একটি সম্পাদিত হয়। সিঙ্গেল থ্রেডে প্রোগ্রামে কেবল একটি মাত্র কন্ট্রোল ফ্লো (Control flow) থাকে।
Share